কেমন আছেন সবাই?
এটা সকল বাংলাদেশী বা বাংলা ভাষীদের জন্য। আপনারা আপনাদের কথা মাতৃভাষায় লিখতে পারেন।
ইতিমধ্যেই বাংলা লোকাল বোর্ড খোলার জন্য আবেদন করেছি। আপনারা বেশি বেশি কমেন্ট করতে থাকুন, এবং লোকাল বোর্ডের জন্য দাবিকে জোরদার করুন।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
বাংলাদেশী ভাইয়েরা সাড়া দিবেন।
অবশ্যই
বাংলাদেশ এগিয়ে থাকুক আমরা চাই
Thanx For opening this thread .Now i can share my thought on my own language .
Yes. We will post
খুবই গর্বিত অনুভব করি যখন কোন ক্রিপ্ট প্লাটফর্ম এ বাংলাদেশ বা বাংলাদেশিদের জন্য ব্যবস্থা থাকে। এবং তখন আরো ভালো লাগে যখন দেখি অনেক বাংলাদেশি ভাই বোনেরা এই ক্রিপ্ট প্লাটফর্ম এ আছে তারা এখানে কাজ করে।
we are proud to be here
আমাদের গর্ব যে আমরা বাংলাদেশী এবং আমরা বাংলা ভাষী। সবার পথচলা শুভ হোক এই ফোরামে।
অবশ্যই ভাই।
আর বাংলাতে কমেন্ট করার চেষ্টা করবেন কারণ তাতে করে বাংলা ভাষার প্রচার হবে। বাংলা লোকাল বোর্ডের জন্য আবেদন করেছি। দেখা যাক দেয় কিনা।
ধন্যবাদ ভাই,
একটিভ থাকবেন, কমেন্ট করবেন। তবে বাংলা সবচেয়ে ভালো মাধ্যম।
এটা দারুন একটা ব্যাপার আমাদের বাংলাদেশীদের জন্য। ফিউচারে ভালো কিছু হবে আশা করছি
অবশ্যই ভাই। বাংলাদেশীদের জন্য একটা লোকাল বোর্ড খুব দরকার মাতৃভাষায় কথা বলার জন্য।
বিজয়ের এই দিনে শুরু হোক নতুন ভাবে বাংলাদেশী এক ঝাক নতুন প্রজন্মের পথ চলা। সবাই কে শুভেচ্ছা।
I am grateful to you who are proposed to established Bangla board in this Forum. And here we will express our expression in our mother tongue.
আছি সবসময় বাংলা বোর্ডে।
বাংলাদেশী এবং বাংলা ভাষার বিজয় সর্বক্ষেত্রে হোক সেই কামনা।
দয়া করে বাংলাতে কমেন্ট করুন। মাতৃভাষার চেয়ে সেরা ভাষা পৃথিবীর কোথাও নেই।
ধন্যবাদ ভাই, আবেদন কৃত পোস্টেও কমেন্ট করে সাপোর্ট করতে পারেন যাতে দাবি জোরালো হয়।
ভাই আপনি আমাদের সকলের মনের কথা বলেছেন। আমরা সবাই আপনার দাবির বিষয়ে একমত। আমরা ও চাই লোকাল বোর্ডে বাংলা চালু হোক।
ধন্যবাদ।
দেখা যাক সাব বোর্ড দিলে তো ভালো হবে।